বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত রবিবার ঢাকার নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মোজাম্মেল হকের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।
তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মূল নথি পাওয়া সাপেক্ষে জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রুবেলসহ কয়েক শ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবরের রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় তাদের ওপর পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নেতা-কর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় মামলা দায়ের করেন।