‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়ব, স্ব-যত্নে তোমায় রাখব আগলে’— এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর ও প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, প্রবীণরা হচ্ছেন পরিবার ও সমাজের বটগাছ। তাদের মূল্যায়ন করুন, সম্মান করুন এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান। প্রবীণরা ভালোবাসা ও আনন্দ-বেদনার মাঝে পরিবারেই বসবাস করতে চায়। তাই প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক প্রবীণদের আপন ঠিকানা।
প্রবীণ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করা হয়।
প্রবীণ হিতৈষী সংঘ্য দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোছা. এদেবাতুন মুমতাহিন ও সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. মুনির হোসেন।
বিডি প্রতিদিন/কেএ