যমুনা নদীর পানি সিরাজগঞ্জে হঠাৎ করেই অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে ৭৫ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় ৬৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এতে নদীতীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও আবাদি জমি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, “উজান থেকে নেমে আসা ঢল ও অতিবৃষ্টির কারণে রবিবার থেকে যমুনা নদীতে পানির প্রবাহ বাড়তে থাকে। মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে বিপদসীমার ১৯৪ সেন্টিমিটারে। আর সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় বেড়েছে ৬৪ সেন্টিমিটার, যা বর্তমানে বিপদসীমার ১৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।”
তিনি আরও জানান, “ভোর ৬টার পর থেকে প্রতি ঘণ্টায় গড়ে ২ সেন্টিমিটার করে পানি বাড়ছে।”
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, “আসামের বিভিন্ন এলাকায় গত দুদিনে প্রচুর বৃষ্টি হয়েছে। এর ফলেই যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগামী দুই-এক দিন পানি আরও বাড়তে পারে, কিন্তু বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। বন্যারও কোনো শঙ্কা নেই।”
পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নিম্নাঞ্চলে ফসলি জমি ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। স্থানীয়রা বলছেন, হঠাৎ এভাবে পানি বাড়তে থাকলে নদীতীরের অনেক ঘরবাড়ি ঝুঁকিতে পড়বে।
বিডি প্রতিদিন/আশিক