ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থা অপরিবর্তিত। গত রবিবার লাইফ সাপোর্টে নেওয়ার পর থেকে আগের চেয়ে ভালোও নয়, খারাপও নয় একই রকম আছে তাঁর শারীরিক পরিস্থিতি। তিনি এখনো আশঙ্কামুক্ত নন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন তাঁর চিকিৎসার তত্ত্বাবধানে থাকা প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে আল্লাহর ওপর ভরসা করা ছাড়া এই মুহূর্তে চিকিৎসকদেরও আর কিছুই করার নেই। চিকিৎসক তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন। ৪৮ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাচ্ছে না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে যান। উপাচার্য অসুস্থ অধ্যাপকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার থেকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক এই শিক্ষক। পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিন রাতেই তার হার্টে অস্ত্রোপচার করে দুটি রিং পরানো হয়। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর রবিবার সন্ধ্যার পর তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।