জামিনে বের হয়ে একই অপরাধে বারবার জড়াচ্ছে অপরাধীরা। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক কারবারি বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে। অনেকেই নির্বাচন ঘিরে পরিস্থিতি খারাপের চেষ্টা করছে। তবে সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ঢাকার কেরানীগঞ্জ থেকে অস্ত্র, গোলাবারুদসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর র্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে সাইদুল ইসলাম ওরফে স্বপনকে (৩০) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার বাসার একটি কক্ষের খাটের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী রায়হান (৪০) ও মেহেদী হাসান ইউসুফকে (৩৮) সাভারের ভাকুর্তা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আবুল হাসেম (৬৪) ও জুয়েল মিয়াকে (৩২) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে মেজর ওয়াদুদ বলেন, এরা অবৈধ অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত।
এর বাইরেও এরা ঢাকার বিভিন্ন এলাকায় জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে র্যাবের এই কর্মকর্তা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। অপরাধীরা এসব অস্ত্র দিয়ে অপরাধ করলেও নিয়ন্ত্রণে চেষ্টা করছে র্যাব।