প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারমান ফিরোজ মোহাম্মদ লিটন মন্তব্য করেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে সিন্ডিকেট লালন করছে সরকার যার ফলে জনমনে এক চরম হতাশার সৃষ্টি হচ্ছে। নিম্ন মধ্যবিত্ত মানুষ আজ আমাদের মাঝে প্রশ্ন ছুড়ছে স্বৈরাশাসক হটিয়ে এখনো কেন দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া জাতিকে তাড়িয়ে বেড়ায়। বর্তমান সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙে মুনাফালোভীদের লাইসেন্স বাতিল করতে হবে। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সালামউদ্দিন ঠাকুরের সভাপতিত্বে ও সদস্যসচিব মাহফুজুর রহমান খোকনের সঞ্চালনায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।