বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আয়নাঘর, গুম-খুন এমনকি শিশুদের যেভাবে হত্যা করেছে দেশের মানুষ কখনো ভুলবে না। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মুক্তিযুদ্ধ এ দুটার পাশে জুলাই গণ অভ্যুত্থান প্রশ্নে সবাই স্বীকার করবে একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের জুলুম-নির্যাতন, সংবাদপত্রের স্বাধীনতা স্তব্ধ করে দেওয়া, মুক্ত স্বাধীনতায় হস্তক্ষেপ যা সত্যিই বিস্ময়কর। তিনি বলেন, জুলাই ২০২৪-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বললে মোটেই ভুল হবে না। গতকাল বাগেরহাটের ফকিরহাটে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। কাটাখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।