প্রবীণ রাজনীতিক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ হাসপাতলে ভর্তি। দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী তোফায়েলের শারীরিক অবস্থার আরও অবনতি হলে গতকাল বিকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উনার শরীরটা ভালো না। হাসপাতালে ভর্তি। দোয়া করিয়েন।’ কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তাঁর শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি।
তোফায়েল আহমেদ নয়বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সবশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল পদে ছিলেন দীর্ঘদিন। সবশেষ দলের উপদেষ্টা পরিষদের সদস্য।