ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা চলছেই। গতবার ম্যানচেস্টার সিটির কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার পর চেলসির বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়েও এবার ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হার মানতে হলো রুবেন আমোরিমের দলকে।
কমিউনিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোরই জোড়া গোল এবং ম্যাথিয়াস জেনসেনের একটি গোলে জয় তুলে নেয় দলটি। ম্যানইউর পক্ষে একমাত্র গোল করেন বেনিয়ামিন সেস্কো, যিনি ৭৬ মিলিয়ন ইউরোতে লেইপজিগ থেকে দলবদল করেছেন।
৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এখন প্রিমিয়ার লিগ টেবিলের ১৩ নম্বরে অবস্থান করছে। একই পয়েন্ট থাকা ব্রেন্টফোর্ড গোল ব্যবধানে এগিয়ে ১২ নম্বরে রয়েছে। শীর্ষে ১৫ পয়েন্ট নিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল, দ্বিতীয় স্থানে ১২ পয়েন্ট নিয়ে আর্সেনাল।
২০ মিনিটের মধ্যেই ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৮ মিনিটে জর্ডান হেন্ডারসনের অ্যাসিস্টে গোল করেন ইগর থিয়াগো। ২০ মিনিটে আবারো গোল করেন ইগর, কেভিন শেডের শট গোলরক্ষক ডেভিড ডে হ্যান্ডল করতে না পারায় বক্সে ঢুকে বল জালে পাঠান তিনি।
৬ মিনিটের মধ্যে বেনিয়ামিন সেস্কো ব্যবধান কমালেও ইউনাইটেড ফিরে আসতে পারেনি। ৭৬ মিনিটে পেনাল্টি পাওয়া সত্ত্বেও ব্রুনো ফার্নান্দেজ গোল করতে ব্যর্থ হন। এর আগে এই মৌসুমে তিনবার পেনাল্টি পেয়েও দুবারই গোল মিস করেছেন তিনি, যা তার জন্য উদ্বেগের বিষয়।
ম্যাচের যোগ করা সময়ে ব্রেন্টফোর্ডের আরও একটি গোলের কারণে ইউনাইটেডের হারের ব্যবধান আরও বাড়ে। এবারের মৌসুমে এটা ম্যানচেস্টার ইউনাইটেডের চতুর্থ হারা, যার মধ্যে একটি হয়েছে চতুর্থ ডিভিশনের গ্রিমসবাই টাউনের বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/মুসা