ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস সতর্ক করে বলেছেন, গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে গেলে ইসরায়েল তার বাকি বন্ধুদেরও হারাতে পারে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে মধ্য-ডানপন্থি এই গ্রিক নেতা বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তবে “হাজারো শিশুর মৃত্যু কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না’’।’
তিনি বলেন, ‘গ্রিস ইসরাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে, তবে এতে আমাদের খোলাখুলি এবং স্পষ্টভাবে কথা বলতে কোনো বাধা নেই।’
তিনি আরও সতর্ক করে বলেন, “এই ধারা অব্যাহত থাকলে তা ইসরায়েলের স্বার্থের জন্যই ক্ষতিকর হবে এবং আন্তর্জাতিক সমর্থন ধীরে ধীরে হারাবে। আমার ইসরায়েলি বন্ধুদের আমি বলি, তারা যদি এমন পথেই এগিয়ে যায়, তবে তারা অবশিষ্ট মিত্রদেরও দূরে ঠেলে দেবে এবং দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ভেঙে যাবে।”
গ্রিস সম্প্রতি ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটেনি, যদিও সেই দেশগুলো ইসরায়েলের প্রতি হতাশা প্রকাশ করে এমন পদক্ষেপ নিয়েছে।
এর আগে শুক্রবার জাতিসংঘে দেওয়া উত্তপ্ত ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিমা দেশগুলোর নেতাদের ইহুদি-বিরোধিতা ছড়ানোর অভিযোগ তোলেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কারণে নিউইয়র্কে যাওয়ার পথে তিনি গ্রীসের আকাশসীমা এড়িয়ে ঘুরপথে যান।
তুরস্কের সঙ্গে উত্তেজনার কারণে গ্রিস ও ইসরায়েলের স্বার্থ অনেক ক্ষেত্রে মিলে যায়। সিরিয়ায় ২০২৩ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর তুরস্কের প্রভাব বাড়তে থাকায় এই ঘনিষ্ঠতা আরও বেড়েছে।
তবে দেশটির অভ্যন্তরে ইসরায়েলবিরোধী জনমতও প্রবল। বিরোধীদলীয় বামপন্থী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস গ্রীসকেও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজিম