যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ক্যারিবীয় সমুদ্রে নতুন একটি ট্রপিক্যাল ডিপ্রেশন তৈরি হচ্ছে, এটি সরাসরি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এই ঘূর্ণিঝড়টিকে ট্রপিক্যাল ডিপ্রেশন নাম্বার নয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি শিগগিরই শক্তিশালী হয়ে ‘ট্রপিক্যাল স্টর্ম ইমেল্ডা’ হিসেবে ঘোষণা করা হতে পারে, যা সোমবার ফ্লোরিডা, জর্জিয়া এবং সাউথ ক্যারোলিনার দিকে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা ভারী বৃষ্টি, বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চ জোয়ারের সতর্কতা জারি করেছেন। খবর রয়টার্সের।
অন্যদিকে, প্রবল শক্তিশালী হারিকেন হাম্বার্টো বর্তমানে ক্যাটাগরি ৪ অবস্থায় পৌঁছেছে এবং বারমুডার দিকে উত্তরে ও পূর্ব দিকে এগিয়ে চলছে। ঘণ্টায় ১৪৫ মাইল (২৩০ কিমি) বেগে বাতাসের গতিসহ এই ঝড়টি আমেরিকার উপকূলে প্রাণঘাতী ঢেউ ও বিপজ্জনক প্রবাহ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/মুসা