সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বলেছেন, রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে। রেলকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সেজন্য রেল ব্যবস্থাকে আরও কার্যকর ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল দুপুরে নাটোর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
শেখ মইনুদ্দিন বলেন, ‘বর্তমানে দেশের সড়ক মেরামতে বিপুল ব্যয় হচ্ছে। সে তুলনায় রেল যোগাযোগ অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী হতে পারে, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করি।’
তিনি আরও বলেন, ‘যে সব রেললাইন লাভজনকভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোকে আরও আধুনিক ও উন্নত করতে হবে। পাশাপাশি যে রুটগুলো সম্ভাবনাময়, কিন্তু এখনো রেল পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হয়নি সেগুলোতেও দ্রুত অগ্রগতি প্রয়োজন।’ দেশের অনেক অঞ্চলে এখনো রেল যোগাযোগ পৌঁছায়নি। সে সব এলাকায় রেল সংযোগ স্থাপন করাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলেও যোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।