জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা আজকের বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্র সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, দেশের সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাত সাড়ে ৮টায় শুরু হয়ে বৈঠক চলে রাত ১১টা পর্যন্ত। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সূত্র জানায়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা আনুষ্ঠানিক বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল অংশ নেবে।
জানা যায়, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। তবে বৈঠক চলাকালীন ডাকসুর নির্বাচনের ফল ঘোষণা হয়নি। তাই নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি বিষয়টি পর্যালোচনা করবে বলে জানায় সূত্র। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেবে বিএনপি।