প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু ও ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ খুলনার শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন সংগঠনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের সিনিয়র নেতাদের পাশাপাশি উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।