জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক নাজমা আকতারকে পলায়ন ও অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, পলায়ন ও অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী নাজমা আকতারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার শিষ্টাচার পরিপন্থি আচরণ জাতীয় সঞ্চয় অধিদপ্তর ঢাকার কর্মপরিবেশ ও দাপ্তরিক শৃঙ্খলা বিনষ্ট করছে।
তাই সরকারি কর্মচারী বিধি অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।