শামুক হাতে নানু মনি
বললো বাবু খাও,
প্যাঁক প্যাঁক করে ডাকছিল খুব
একটা হাঁসের ছাও!
শব্দ শুনে খোকন সোনা
ছানার কাছে যায়,
দেখে তারে গালটা ভরে
হাঁসকিটা বেশ খায়!
খাওয়া শেষে জলে ভেসে
দেখে ব্যাঙের নাও,
ছুটে গিয়ে উঠে বসে
বেঁকিয়ে দুই পাও।
এমন সময় আসলো তেড়ে
একটা বুড়ি ব্যাঙ,
হাঁসকির গায়ে ধাক্কা খেয়ে
ভাঙলো নিজের ঠ্যাং।
বৈদ্য সাজে আসে উড়ে
ঝাঁক বাঁধা বক দল,
ঠিক তখনই আকাশ থেকে
নামে মেঘের ঢল।
বৃষ্টি পেয়ে হাঁস ছানা ব্যাঙ
গড়াগড়ি খায়,
তাইনা দেখে ছোট্ট খুকি
ভাসে খুশির নায়।