বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন অর্থাৎ ৫০ হাজার কোটি ডলার নিট সম্পদের মাইলফলক ছুঁয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। ফোর্বসের সর্বশেষ তালিকা অনুযায়ী তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার ১০ কোটি ডলারে।
এদিকে গতকাল ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার লিস্টে দেখা গেছে শীর্ষ ১০ ধনীর মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রের। ফোর্বসের তালিকায় মাস্কের পর দ্বিতীয় স্থানে আছেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। সবশেষ হিসেবে দেখা যায় তার মোট সম্পত্তির পরিমাণ ৩৫০ দশমিক ৭ বিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন মার্ক জাকারবার্গ (ফেসবুক ও জেফ বেজোস (অ্যামাজন)। তাদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২৪৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ও ২৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর পরেই অর্থাৎ পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছেন ল্যারি পেজ (গুগল ও সের্গেই ব্রিন (গুগল)। তাদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২০৩ দশমিক ৭ বিলিয়ন ডলার ও ১৮৯ বিলিয়ন ডলার। তালিকায় সপ্তম অবস্থানে আছে ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট এবং পরিবার। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে তারাই কেবল শীর্ষ দশে স্থান করে নিয়েছে। ১৬২ দশমিক ৬ বিলিয়ন ডলার ও ১৫৬ দশমিক ৪ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় অষ্টম ও নবম স্থানে আছেন যথাক্রমে জেনসেন হুয়াং সেমিকন্ডাক্টর ও স্টিভ বলমার (মাইক্রোসফট)। তালিকায় দশম স্থানে আছেন ওয়ারেন বাফেট। তার মোট সম্পত্তির পরিমাণ ১৪৮ দশমিক ৫ বিলিয়ন ডলার।
অন্যদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মূলত টেসলার শেয়ারের পুনরুত্থান ও নিজের মালিকানাধীন অন্যান্য প্রযুক্তি উদ্যোগের (স্টার্টআপ) বাজারমূল্য বেড়ে যাওয়ায় এই রেকর্ড গড়তে পেরেছে ইলন। টেসলার ১২ দশমিক ৪ শতাংশ শেয়ার তার মালিকানায় রয়েছে। চলতি বছরে টেসলার শেয়ারমূল্য এরই মধ্য ১৪ শতাংশের বেশি বেড়েছে ও বুধবার কোম্পানিটির শেয়ার আরও ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির মাধ্যমে মাস্কের সম্পদে এক দিনেই যুক্ত হয় প্রায় ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলার। রয়টার্স বলছে, ইলন মাস্কের জন্য বছরের শুরুটা অস্থির থাকলেও বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় টেসলার শেয়ার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। টেসলা বোর্ডের চেয়ারম্যান রবিন ডেনহোলম গত মাসে জানান, হোয়াইট হাউসে কয়েক মাস ব্যস্ত থাকার পর মাস্ক এখন আবার ‘সম্মুখসারিতে ও একেবারে কেন্দ্রে’ ফিরে এসেছেন। এর কয়েক দিনের মধ্যেই মাস্ক নিজেই টেসলার প্রায় ১০০ কোটি ডলারের শেয়ার কিনে কোম্পানির ভবিষ্যতের প্রতি আস্থার বড় বার্তা দেন। -রয়টার্স