চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণ মামলার পলাতক আসামি খোকনকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-৭। খোকন উপজেলার পশ্চিম মুরাদপুর জেলে পাড়ার মৃত হানিফের ছেলে। বুধবার রাতে পশ্চিম মুরাদপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানায় ২০২৫ সালের ২১ আগস্ট দায়ের করা ওই মামলার নম্বর ২৩। মামলায় প্যানাল কোডের ৩২৩/৩৭৯ ধারাসহ ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩) ধারা যুক্ত করা হয়েছে। মামলায় খোকন এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ছিলেন। গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম