খাগড়াছড়ি সদর ও গুইমারায় তিনটি মামলা হয়েছে। জেলায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। গতকাল এখানে বড় হাটবার ছিল। কিষান-কিষানিরা দুর্গম এলাকা থেকে তাদের উৎপাদিত সবজি ও পণ্যদ্রব্যাদি দিনব্যাপী হাটে বিকিকিনি করেছে। অন্যদিকে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। শহরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার টহল দিচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। খাগড়াছড়ির গুইমারায় পুলিশের ওপর হামলা ও ১৪৪ ধারা ভঙ্গের দায়ে একটি ও হত্যাকা নিয়ে পৃথকভাবে দুটি ও খাগড়াছড়ি সদর থানায় একটিসহ মোট তিনটি মামলা হয়েছে। খাগড়াছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা ও গুইমারা থানার ওসি এনামুল হক দুজনেই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গুইমারা থানার ওসি এনামুল হক জানান, গুইমারায় হামলা ও ১৪৪ ধারা ভঙ্গের দায়ে ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে ও হত্যাকান্ডের মামলায় অজ্ঞাত নামা আসামি করে মামলা করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, খাগড়াছড়ি সদরে হামলার ব্যাপারে অজ্ঞাতনামা ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়। গতকাল খাগড়াছড়িতে দূরপাল্লার ও আন্তউপজেলার যাত্রীবাহী সব যানবাহন স্বাভাবিক চলাচল করেছে। পণ্যবাহী ট্রাকগুলোও বিভিন্ন জেলায় যাতায়াত করছে। ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীবাহী কোচগুলো আসা-যাওয়া করছে। সাজেকে গত দুই দিনে চল্লিশটি পর্যটকবাহী পিকআপ গাড়ি গেছে। কাউন্টারের দায়িত্বে থাকা মোহাম্মদ আরিফ তা জানিয়েছেন।
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতা শারদীয় দুর্গাপূজা ও প্রশাসন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে মঙ্গলবার রাত ১১টা থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি স্থগিত করে। ফলে জনজীবনে স্বাভাবিকতা ফিরে এসেছে।