বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, বিএনপির ৩১ দফা প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ৩১ দফার মধ্যে রয়েছে বিএনপি সরকারে গেলে কী কী করবে? জনগণকে বলতে হবে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে তারেক রহমানের নেতৃত্বে তাদের উন্নয়নের জন্য এ দফাগুলো বাস্তবায়ন করা হবে। সেজন্য আমরা বলেছি রাষ্ট্র মেরামতের ৩১ দফা। গতকাল দুপুরে শহরের রেলগেট ট্রাকস্ট্যান্ডে শহর বিএনপি আয়োজিত পৌরসভার ৭টি ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জেন-জিরা মুক্তিযোদ্ধাদের নাম শুনলে নাক সিটকায় কেন? কারণ হাসিনা দাউদের মলমের মতো মুক্তিযোদ্ধাদের বেচতে বেচতে মানুষকে বিতৃষ্ণা করে ফেলেছে। আর মুক্তিযোদ্ধারা অতন্দ্র প্রহরী দাবি করে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা। তাকে ঘর থেকে বের করে দিয়েছে অথচ একটা মুক্তিযোদ্ধা প্রতিবাদ করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব কেড়ে নিলেও কোনো মুক্তিযোদ্ধা প্রতিবাদ করেনি। কীসের মুক্তিযোদ্ধা তোমরা? তোমরা মুক্তিযোদ্ধারা ব্যস্ত ছিলে কেমনে ছেলে, নাতি-পুতির চাকরি নেবে? তোমরাই মুক্তিযোদ্ধাকে পচিয়ে দিয়েছো। এ মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। এটা বিএনপির দায়িত্ব।’
জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একাত্তরে বিরোধিতা করে আলবদর, আলশামস গঠন করে দেশের মানুষকে হত্যা করেছে। অথচ আল্লাহ বলেছেন, যারা অন্যায় করে, হত্যা করে এবং হত্যার শিকার পরিবারের কাছে ক্ষমা না চায় এবং সেই পরিবার ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহতায়ালাও ক্ষমা করেন না। তাই বলছি আগে ক্ষমা চান, ক্ষমা পান, তারপর বড় বড় কথা বলেন।