ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি বন্দুকসহ খান সাহেব নামের একজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২অক্টোবর) উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত সাহেবনগর গ্রামের ইরা কাজীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে খান সাহেব (৩৮) নামে একজনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত শুক্কু মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন, আটককৃত খান সাহেব প্রায়ই নদীপথে অস্ত্র প্রদর্শন করতেন। কয়েকদিন আগে তিনি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলিও ছোড়েন। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা চলমান রয়েছে। অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম