শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় এবারও উপচে পড়া দর্শনার্থীর ভিড় দেখা গেছে। মহানবমীর দুপুর থেকে বিজয়া দশমীর সন্ধ্যা পর্যন্ত দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীরা সীমান্তে ভিড় করে আত্মীয়-স্বজনকে দেখার আনন্দ ভাগাভাগি করেছেন।
বৃহস্পতিবার দিনাজপুরের হিলি সীমান্তে দেখা যায়, কেউ এসেছেন সীমান্তের ওপার ভারতকে কাছ থেকে দেখতে, কেউ বা এসেছেন দূর-দূরান্তের আত্মীয়দের দেখা করতে। অপরদিকে ভারতের অভ্যন্তরের বিভিন্ন স্থান থেকেও বহু মানুষ এসে দাঁড়ান সীমান্তের ওপারে।
যদিও সীমান্তে কাঁটাতারের বেড়ার কারণে সীমান্ত অতিক্রম করা সম্ভব হয়নি, তবে শূন্যরেখায় দাঁড়িয়ে দুই দেশের মানুষ দূর থেকে হাত নাড়েন, শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তুলে স্মৃতি ধরে রাখেন। এতে দুঃখ কিছুটা হলেও আনন্দে রূপ নেয়।
হিলি সীমান্তে আসা দর্শনার্থীরা জানান, ভালোবাসার টান, প্রাণের টান ও নাড়ির টানেই তাঁরা এখানে এসেছেন। অনেকের আত্মীয়-স্বজন রয়েছে ভারতে, তাই কাঁটাতারের ফাঁক দিয়ে হলেও তাঁদের দেখা পাওয়া আনন্দের।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্ত দিয়ে যাত্রী পারাপার বেড়েছে। বাংলাদেশ থেকে অনেকে ভারতে যাচ্ছেন, আবার ভারত থেকেও বহু দর্শনার্থী আসছেন বাংলাদেশে। অনেকেই আত্মীয়-স্বজনদের বাড়িতে যাচ্ছেন।
শেষ বিকেল পর্যন্ত সীমান্তজুড়ে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে হিলি সীমান্ত এলাকা।
বিডি প্রতিদিন/আশিক