ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আমির হোসাইন (৩৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টায় ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারারক্ষী আরমান জানান, বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির হোসাইন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কেন্দ্রীয় কারাগারে আমির হোসাইনের হাজতি নম্বর ৮৫২৬/২৫। তার বাবা মৃত আবদুল বারেক। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন তা বলতে পারেননি ওই কারারক্ষী। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর লাশ পরিবারে হস্তান্তর করা হবে।’