রাজধানীতে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সকালে কদমতলীর মদিনাবাগে মারিয়া আক্তার সীমা (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। সে জনতাবাগ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। এ ছাড়া পুরান ঢাকার লালবাগের শহীদনগরের একটি বাসা থেকে জীবন হোসেন (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছারপোকা মারার কীটনাশকে তার মৃত্যু হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
ঢামেকে মারিয়ার বাবা বেলায়েত হোসেন বলেন, ‘আমার মেয়ে সকালে সবার অগোচরে গলায় ফাঁস নেয়। পরে দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নিচে নামাই এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কী কারণে মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি।
তিন মেয়ের মধ্যে সে ছিল সবার ছোট।’ এ বিষয়ে কদমতলী থানার এসআই আবু হানিফ জানান, কী কারণে ওই কিশোরী আত্মহত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে জীবন হোসেনের বাবা নুর ইসলাম জানান, তারা বাবা ও ছেলে মিলে ভাঙারির ব্যবসা করেন। বুধবার রাত ১১টায় বাসার সব রুমে ছারপোকার ওষুধ দিয়ে কাজে বেরিয়ে যান তিনি। পরিবারের অন্যরা রাতে আত্মীয়ের বাসায় চলে যায়। রাতে ছেলে এসে তার রুমে ঘুমায়। সকালে এসে ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন অচেতন অবস্থায় পড়ে আছে জীবন। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।