ইউপিডিএফরের অস্ত্রধারী সন্ত্রাসী যারা রয়েছেন আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আপনাদের অনেক ছাড় দিয়েছি, আর না। আমি রাঙামাটি রিজিয়ন থেকে নিশ্চিত করছি- এ দেশ থেকে আপনাদের বিতাড়িত হতে হবে। ইউপিডিএফের যে অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে তাদের এ দেশ থেকে বিতাড়িত করা হবে, এটা তাদের জন্য শেষ হুঁশিয়ারি বলেছেন, রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। তিনি বলেন, সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ যাদের মদদে কাজ করছে তাদের সে দেশে ফিরে যেতে হবে। পার্বত্যাঞ্চলে যতদিন সেনাবাহিনী থাকবে, ততদিন ইউপিডিএফের কোনো স্থান হবে না এ দেশের মাটিতে। এটা ইউপিডিএফের জন্য শেষ হুঁশিয়ারি।
বুধবার রাতে দুর্গাপূজার নবমী উৎসব পরিদর্শন করতে গিয়ে রাঙামাটির তবলছড়ি রক্ষাকালী মন্দিরে পূজামন্ডপ স্থানীয় গণমাধ্যমকর্মীদের রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এসব কথা বলেন।