হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে জানিয়ে এ ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রমের কারণে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গতকাল সন্ধ্যায় একটি গণমাধ্যমকে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
আইজিপি বলেন, কোনো অঘটন ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা আনন্দ উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। আমাদের শঙ্কা ছিল দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত হতে পারে, দু-এক জায়গায় চেষ্টাও করা হলেও সেগুলো সঙ্গে সঙ্গে প্রতিরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে তিনি সংশ্লিষ্টদের কৃতিত্ব দিয়ে বলেন, সরকারের উচ্চপর্যায়ের সরাসরি মনিটরিং থেকে শুরু করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সরকারি অন্যান্য দপ্তরের আন্তরিক সহযোগিতায়, বিশেষ করে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অক্লান্ত পরিশ্রমের কারণে এবারের পূজা এত নির্বিঘ্নে উদ্যাপিত হয়েছে।
পুলিশপ্রধান বলেন, দুর্গাপূজায় আরও অধিক নিরাপত্তার জন্য একটি অ্যাপসের ব্যবস্থা ছিল। কোনো অপরাধের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সুপার, থানার ওসিদের কাছে ম্যাসেজ চলে যেত। অক্লান্ত পরিশ্রমের জন্য দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আনসার বাহিনীর তরফ থেকেও নিরাপত্তার জন্য ২ লাখ আনসার সদস্য শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। র্যাব, বিজিবিসহ যৌথবাহিনী দায়িত্ব পালন করেছে। একটি বিষয় না বললেই নয়, মণ্ডপে মণ্ডপে পূজা কমিটির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের কন্টিনিউ যোগাযোগ রাখা হতো, কোনো সমস্যা হচ্ছে কি না এসব জানার চেষ্টা করা হতো। এ ছাড়া কোনো অপরাধজনিত ঘটনার আগাম সংবাদসহ নানা রকম বিষয় পুলিশকে সরাসরি অবগত করাসহ নানারকম উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব উদ্যোগের কারণেই দু-একটি মণ্ডপে কিছু ঘটার আগেই পূজা কমিটি তাদের প্রতিরোধ করে ফেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দারাও তৎপর ছিল উল্লেখ করে আইজিপি বলেন, দেশের মানুষের পাশাপাশি সবার সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হলো। ৭০ হাজারের অধিক পুলিশ সদস্য দুর্গাপূজায় নিরাপত্তার জন্য রাত দিন ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করেছেন।