বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ধর্ম বিক্রি করে রাজনীতি করা ঠিক নয়। ধর্ম হলো মানুষের আত্মিক বিশ্বাস ও নৈতিকতার শিক্ষা, একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অপরাধ। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা একটি রাজনীতিক কৌশলে পরিণত হয়েছে। কিন্তু মানুষ এখন সচেতন, তারা এসব ধোঁকায় আর সহজে পড়বে না।’ গতকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের নাজিরপুর মাঠে জুলাই শহীদদের স্মরণে ঢাকা জেলা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘যারা স্বাধীনতায় সরাসরি বিরোধিতা করেছে, তাদের ক্ষমা করা হলেও তার অপরাধ এখনো ভুলে যাওয়া হয়নি। ‘৭১ সালে যেই কাজটা বাকি ছিল সেটি যদি এখন শুরু করে তবে পরিণতি ভালো হবে না।’
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির এ নেতা আরও বলেন, ‘জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে তাদের ভোট দেয়, সম্মান দেব। স্বাধীনতাযুদ্ধে আপনারা যে অপরাধ ও ভুল করেছেন, তা এখনো স্বীকার করেননি। কিন্তু আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি।’ ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।