নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবদুল মজিদ সরকারকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। গতকাল জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন। জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দলের যে পর্যায়ের নেতাই হোক না কেন।’