জুলাই সনদ ঘোষণা, নতুন সংবিধান প্রণয়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে নাগরিক মঞ্চ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এ দাবি জানান মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম। বক্তব্য দেন মঞ্চের কেন্দ্রীয় নেতা ফরিদুল আকবর, আবদুর রহিম, আলতাফ হোসেন প্রমুখ।
আহসান উল্লাহ শামীম বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-খুন ও অপহরণের মাধ্যমে দেশকে অরাজকতার অভায়রণ্যে পরিণত করেছিল। তাদের পতনের মাধ্যমে মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। বর্তমান অন্তর্বর্তী সরকারে তাদের দোসররা পরিকল্পিতভাবে প্রবেশ করেছে। যেজন্য দেশব্যাপী অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।