কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শেখ মজিবুর রহমান ইকবালকে সভাপতি, মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক এবং মুস্তাফিজুর রহমান মামুন ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত হয়েছে নতুন কমিটি। গতকাল উপজেলার ভাগলপুর খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রহুল হোসাইন, রুহুল আমিন আকিল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া প্রমুখ।