যশোরের সীমান্তবর্তী দুই উপজেলা ঝিকরগাছা ও চৌগাছা নিয়ে যশোর-২ আসন গঠিত। এ আসনে এখন পর্যন্ত ভোটযুদ্ধে লড়ার জন্য বিএনপি ও জামায়াতের ছয় নেতা প্রচার-প্রচারণামূলক তৎপরতা চালাচ্ছেন। তাদের মধ্যে জামায়াত থেকে প্রার্থী মনোনীত হয়েছেন মোসলেহ উদ্দীন ফরিদ। তবে বিএনপির প্রার্থী ঘোষণা করা না হলেও মাঠ চষে বেড়াচ্ছেন পাঁচ নেতা। তারা হলেন মিজানুর রহমান খান, সাবিরা নাজমুল মুন্নী, জহুরুল ইসলাম, মোহাম্মদ ইসহাক ও ইমরান হাসান সামাদ নিপুণ।
ঝিকরগাছা ও চৌগাছা বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান এ আসন থেকে দলের মনোনয়ন চান। পাশাপাশি ঝিকরগাছা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী এবারের সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। চৌগাছা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামও দলের মনোনয়ন পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ ইসহাক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণও এ আসন থেকে দলের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।
এদিকে এ আসনে জামায়াত মোসলেহ উদ্দীন ফরিদকে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তিনি যশোরের বিখ্যাত খড়কী পীরবাড়ির সন্তান সর্বজনশ্রদ্ধেয় অধ্যাপক শরিফ হোসেনের সন্তান। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। পরে দীর্ঘ সময় তিনি যুক্তরাজ্যে কাটান। ফলে ঝিকরগাছা ও চৌগাছায় তিনি খুব একটা পরিচিত মুখ নন। জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান বলেন, ‘বিএনপির দুই উপজেলার কমিটির অধিকাংশ নেতারাই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। সে কারণে দলের মনোনয়ন আমি পাব বলে আশাবাদী।’ ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী বলেন, ‘আমার ত্যাগ সম্পর্কে দলের শীর্ষ পর্যায়ের নেতারা অবহিত। সব সময় এলাকার নেতা-কর্মীদের পাশে থেকেছি, মামলা খেয়েছি, জেল খেটেছি। সবদিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে বলে আমি আত্মবিশ্বাসী।’ জেলা বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ ইসহাক বলেন, ‘সুসময়ে, দুঃসময়ে দলের জন্য আমার অনেক ত্যাগ ও অবদান আছে। সে কারণে যশোর-২ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইব।’ চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বলেন, ‘সব দল সব সময় ঝিকরগাছা থেকে মনোনয়ন দেয়। চৌগাছাবাসী বঞ্চিত হয়। সে কারণে এবার আমি দলের কাছে মনোনয়ন চাইব’। ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ বলেন, ‘ঝিকরগাছার নেতা-কর্মীরা জানেন চরম দুঃসময়ে আমি তাদের জন্য কী করেছি।’
জামায়াত মনোনীত প্রার্থী চিকিৎসক মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, ‘জয়-পরাজয় নিয়ে খুব বেশি চিন্তা করি না। দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। সংসদ সদস্য হলে হয়তো একটু বেশি কাজ করার সুযোগ হবে। না জিতলেও আল্লাহ যত দিন কাজ করার সুযোগ দেন করে যাব।’