বাংলাদেশের তৈরি পোশাক খাত সবুজ শিল্পায়নের পথে আরও একটি গৌরবোজ্জ্বল মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসজিবিসি থেকে ‘লিড’ সনদ পেয়েছে দেশের আরও পাঁচটি কারখানা। এ নিয়ে দেশে লিড সার্টিফায়েড কারখানার সংখ্যা দাঁড়াল ২৫৮, যার মধ্যে ১০৯টি ‘প্লাটিনাম’ ও ১৩৩টি ‘গোল্ড’ সনদপ্রাপ্ত। এ অর্জনের ফলে বাংলাদেশ বিশ্বে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে। নতুন যে পাঁচটি কারখানা লিড সনদ পেয়েছে, সেগুলো হলো ঢাকার আশুলিয়ায় অবস্থিত টিম গ্রুপের সাউথ অ্যান্ড সোয়েটার কোং লিমিটেড, যা ৮৫ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে।
; সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত পুরবাণী ফ্যাশন লিমিটেড, যা ৮৩ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে; চট্টগ্রামের কেডিএস ফ্যাশন লিমিটেড, যা ৮৪ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে; ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রাইদা কালেকশন, যা সবচেয়ে বেশি ৯০ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে; গাজীপুরে অবস্থিত টেক্সইউরোপ বিডি লিমিটেড, যা ৭০ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ অর্জন করেছে।
বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শীর্ষ ১০০ লিড সার্টিফায়েড ভবনের মধ্যে ৬৮টিই এখন বাংলাদেশে, যা বৈশ্বিক অঙ্গনে দেশের অসাধারণ সবুজ পারফরম্যান্সের প্রতিফলন। এ বিষয়ে টিম গ্রুপের ডিএমডি আবদুল্লাহিল নকিব বলেন, ‘আমরা সব সময় ব্যবসার পাশাপাশি টেকসই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছি।’