চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও শিশুপার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (মেডিকেল স্টাফ কোয়ার্টার) নতুন খেলার মাঠ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। মাঠটি সংস্কার করে দিয়েছেন সমাজসেবক মোহাম্মদ আলতাফ হোসেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের লেকচারার ডা. মোহাম্মদ ঈসা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা আরা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।
চসিক মেয়র বলেন, একটি শহর শুধু সড়ক, ভবন ও বাজার দিয়ে গড়ে ওঠে না; শহরকে প্রাণবন্ত করে তার মানুষ, বিশেষ করে শিশু-কিশোর প্রজন্ম। তাই আমি চাই প্রতিটি ওয়ার্ডে এমন খেলার মাঠ থাকুক, যেখানে শিশুরা মুক্তভাবে দৌড়াতে পারবে, খেলতে পারবে, হাসতে পারবে। খেলাধুলা শারীরিক সক্ষমতা বাড়ায়, দলবদ্ধভাবে কাজ শেখায় এবং নৈতিকতা গড়ে তোলে। নগরের সব শিশু যেন সমানভাবে খেলাধুলার সুযোগ পায়, সেটাই আমাদের লক্ষ্য।