নেত্রকোনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ বিভাগের একটি পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নেত্রকোনা শহরের বিএডিসি ফার্ম এলাকার প্রধান সড়কের পাশে সেচ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন—মো. দিপু মিয়া (৪০), মো. হান্নান মিয়া (৪০) ও মো. ছালাম মিয়া (৪০)। আহতদের মধ্যে রয়েছেন হাসান মিয়া (৩৬) ও সাইকুল মিয়া (৩৪)। আহতদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেয়ালের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করেন।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খানে আলম খান জানান, ‘পরিত্যক্ত ভবনটি ভাঙার কাজ করছিলেন নয়জন শ্রমিক। হঠাৎ ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। আমরা খবর পেয়ে দ্রুত এসে তিনজনের মরদেহ এবং দুজন আহতকে উদ্ধার করি।’
এ বিষয়ে বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান বলেন, ‘পরিত্যক্ত ভবনটি ভাঙার জন্য কমিটির মাধ্যমে টেন্ডার দেওয়া হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ভবনটি ভাঙার কাজ করছিলেন। আমি ঢাকায় অবস্থান করছিলাম, খবর পেয়েই রওনা দিয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটি ঠিকাদারের গাফিলতির ফল বলে মনে করছি।’
পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/জামশেদ