রাজধানীর বনানীতে লেভেল- ক্রসিংয়ের সামনে রাস্তা পারাপারের সময় কমলাপুর থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার এসআই আবদুল মজিদ জানান, রাতে ওই নারী অসাবধানতাবশত বনানী সৈনিক ক্লাবের লেভেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল লাল রঙের শাড়ি। প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।