বিএনপির প্রবাসীবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, দেশের অর্থনীতি খুব একটা ভালো না। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না। গতকাল রাজধানীর গুলশানের নিজস্ব কার্যালয়ে চাঁদপুরের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ফ্যাসিবাদী সরকার পালিয়েছে কিন্তু তাদের লোকজন এখনো সক্রিয়। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে যেন এই সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে না পারে। দেশে নানান সদস্য চলমান।
গণতান্ত্রিক সরকার এলেই দেশের চলমান সব সমস্যার সমাধান হবে। তিনি বলেন, কয়েকটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে এখনই পরিবর্তন আসবে না। কোনো অপশক্তি অন্যায়ভাবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য ২০১১ সাল থেকে আমরা আন্দোলন করছি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এজন্য জেলে গেছেন। সুষ্ঠু নির্বাচন আদায় করেই ছাড়ব।