একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভারতের জম্মুতে বিপাকে পড়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। কালো কাচ লাগানো গাড়িতে আসার কারণে জম্মুর ডোগরা চকে ট্রাফিক পুলিশের বাধার মুখে পড়েন তিনি। নিয়ম ভঙ্গের অভিযোগে অভিনেতার এসইউভি গাড়িটি জব্দ করে স্থানীয় প্রশাসন।
জম্মু ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাজ্যে গাড়িতে কালো কাচ ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অক্ষয় কুমারের গাড়িতে এমন কাচ থাকায় তা আটক করা হয়েছে। তিনি বলেন, “আইন সবার জন্য সমান। তারকা হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন।”
আইন অনুযায়ী, বাইরে থেকে গাড়ির ভেতরের দৃশ্য পরিষ্কার না থাকলে সেটি বেআইনি বলে বিবেচিত হয়। জম্মুর এএসআই নিশ্চিত করেছেন, “কালো কাচ যুক্ত গাড়ি চালানো এখানকার ট্রাফিক নিয়ম লঙ্ঘন। তাই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং কাচ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
সূত্রে জানা গেছে, নিয়ম লঙ্ঘনের জন্য অক্ষয় কুমারকে অর্থদণ্ড গুণতে হতে পারে। যদিও এই ঘটনার কারণে তার কাজের কোনো বিঘ্ন ঘটেনি।
পুলিশ জানিয়েছে, অভিনেতা অক্ষয় কুমার সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা