ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন। ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, মোস্তাক হোসেন বাবলু, তানভীর চৌধুরী রুবেল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির আহ্বায়ক রউফুল হক রিপন, সদস্য সচিব খোশবুর রহমান খোকন। কর্মী সম্মেলনটির সঞ্চালনায় ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু। সম্মেলনে আলফাডাঙ্গা উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল