নাটোরে অসিম সরদার (৩৫) নামে এক সাপে কাটা রোগী চিকিৎসা নিতে এসে সঙ্গে করে সেই বিষাক্ত সাপটিও নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হন। অসিম সরদার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে।
রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠে বিছানা থেকে নামছিলেন অসিম সরদার। এ সময় ঘরের মেঝেতে পা দিতেই হঠাৎ একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল মারে এবং দ্রুত পাশের একটি গর্তে ঢুকে যায়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তার পায়ে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে ঘরের গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা।
অসিম সরদারের পরিবার জানায়, চিকিৎসকদের সঠিক চিকিৎসা ও সাপের প্রজাতি শনাক্তে সহায়তার জন্য তারা সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন। বর্তমানে তিনি হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।
সদর হাসপাতালের নার্স জেসমিন আক্তার জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমান বলেন, বিষয়টি জেনেছি। রোগীকে প্রয়োজনে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন ভালো আছে।
বিডি প্রতিদিন/এএ