ফ্যাসিস্ট হাসিনার পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে শহীদ হলেন আবু সাঈদ, আন্দোলনকারীদের জন্য পানি হাতে নিয়ে ‘পানি লাগবে, পানি লাগবে’ বলে দৌড়াচ্ছেন মীর মুগ্ধ। একসময় স্বৈরাচারের বিষাক্ত বুলেটে শাহাদাতবরণ করলেন মীর মুগ্ধও। জুলাই অভ্যুত্থানের এ নির্মম দৃশ্যগুলো জাতিকে বারবার ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়। আবু সাঈদ আর মুগ্ধের জীবনদানের সেই দৃশ্যগুলো বর্ণাঢ্য আলোকের ধারায় তুলে ধরলেন প্রযুক্তিশিল্পীরা। ড্রোন শোর মাধ্যমে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে মূর্ত হয়ে উঠলেন তাঁরা। ড্রোন শোতে উঠে এসেছে ফিলিস্তিনের মানুষের মুক্তিসংগ্রামের প্রতি বাংলাদেশের মানুষের সংহতি। ১৪ মিনিটের এ প্রদর্শনীটির উপজীব্য ছিল মুক্তির আনন্দ, নারীজাগরণ, দেশি সংস্কৃতি ও জনগণের সংহতি এবং চীন-বাংলাদেশ মৈত্রী। বাংলা নববর্ষ উদ্যাপনে ঢাকাস্থ চীনা দূতাবাসের সার্বিক সহযোগিতায় পয়লা বৈশাখের রাতে মানিক মিয়া অ্যাভিনিউতে এ ড্রোন শো অনুষ্ঠিত হয়। এ আয়োজনের যৌথ আয়োজক চীন সরকার এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়। ২ হাজার ৬০০ ড্রোন ব্যবহার করে শোতে ১২টি মোটিফ ফুটিয়ে তোলা হয়।
জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধানিবেদনস্বরূপ মোটিফগুলো সাজানো হয়। ড্রোন শো পরিচালনা করেন ১৩ জন চীনা পাইলট বা ড্রোন চালনাকারী বিশেষজ্ঞ। ড্রোন শোটি চীন-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যেমন একটি মাইলফলক, তেমন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত তারুণ্যের উৎসবের পয়লা বৈশাখ উদ্যাপনের স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
পয়লা বৈশাখ উদ্যাপনের অংশ হিসেবে এর আগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে দলীয় সংগীত পরিবেশন করে বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল। ব্যান্ডসংগীত শোনায় এফ মাইনর ও অ্যাশেজ ব্যান্ড। একক সংগীত পরিবেশন করেন মিঠুন চক্র, আতিয়া আনিশা, আহমেদ হাসান সানি ও পারশা। পালাগান পরিবেশন করেন ইসলামউদ্দিন পালাকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিরা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা।