বরিশাল নগরীতে হত্যা মামলায় মেয়ে ও বাবা এবং গৌরনদীতে ভাসুর হত্যায় ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পৃথক অভিযানে কোতোয়ালি মডেল থানা ও গৌরনদী মডেল থানা পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তাররা হলেন- বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা সড়কের বাসিন্দা বাবা শওকত হোসেন মোল্লা (৬৩), তার মেয়ে হাফিজা বেগম শান্তা (৩১) ও গৌরনদীর শিঙ্গা গ্রামের জাহাঙ্গীর ফকিরের স্ত্রী সুরমা আক্তার। পুলিশ জানিয়েছে, পরকীয়া প্রেমিক মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গত ৯ এপ্রিল নগরীর কলেজ অ্যাভিনিউর ভাড়া বাসায় কুপিয়ে জখম করে প্রেমিকা শান্তাসহ পরিবার। চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার আসামি শান্তা ও তার বাবাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, গৌরনদী শিঙ্গা গ্রামের বাড়ির চলাচলের পথ নিয়ে বড় ভাই দেলোয়ার হোসেন ফকিরের সঙ্গে ছোট ভাই জাহাঙ্গীর ফকিরের বিরোধ ছিল। গত শনিবার বিকালে দুই পরিবারের গরুর বাছুর নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে দেলোয়ারের গলা চেপে ধরে ছোট ভাই জাহাঙ্গীর ও তার স্ত্রী সুমা। এতে দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে তার দেবর জাহাঙ্গীর ফকির ও জা সুরমা বেগমকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে মামলার আসামি সুমা বেগমকে গ্রেপ্তার করা হয়। বাকি আসাসিকে গ্রেপ্তারে অভিযান চলছে।