সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি অধ্যাপক ডা. আবদুল আজিজ মঙ্গলবার রাত ৮টার দিকে জামিনে মুক্ত হয়ে জেল থেকে বের হওয়ার পরই ছাত্র-জনতা জেলগেটে তাকে আটকে মারধর করে থানায় সোপর্দ করে। পরে পুলিশ আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিরাজগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক আবদুল হাই বলেন, বুধবার দুপুরে সাবেক এমপি অধ্যাপক ডা. আবদুল আজিজকে তাড়াশ আমলি আদালতে হাজির করা হলে বিচারক গোলাম ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দতিনি আরও জানান, ২০২৪ সালের ৪ আগস্ট তাড়াশ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি নাশকতার মামলার তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে হাই কোর্ট থেকে একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছিলেন সাবেক এমপি ডা. আবদুল আজিজ।