অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় আছে। বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আশপাশে দেখবেন কীভাবে কী ঘটছে। আমাদের দেশে সবাই একসঙ্গে কাজ করছে।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পুণ্যস্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্নানোৎসবকে কেন্দ্র করে আমাদের সব রকমের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবেই আমরা সবাই আসছি।
আমি আশা করব, আমাদের যদি কোনো ভুল থাকে, তা আপনারা তুলে ধরেন, কোনো আপত্তি নেই। কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না। সত্যি সংবাদ দেবেন, এ জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই।