বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। তাঁর মধ্যে এখনো হত্যার মানসিকতা আর প্রতিহিংসা রয়েছে। হাজার হাজার শিশু-কিশোর, তরুণ-যুবকের রক্ত নিয়েও এখনো রক্তপিপাসু মন তাঁর। প্রতিহিংসা থেকে এখনো তিনি হত্যার নির্দেশনা দেন, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। গতকাল ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) রংপুর আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. খালেকুজ্জামান বাদল, সদস্যসচিব অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন সরকার, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডা. আকমল হাবিব চৌধুরী, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সদস্যসচিব শামসুজ্জামান সরকার প্রমুখ।