আগামী জুনের মধ্যে ৪ লাখ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। ইসির কর্মকর্তারা বলছেন, একটি আবেদন নিষ্পত্তি করলে নতুন তিনটি আবেদন জমা পড়ে। পৌনে ৪ লাখের মতো আবেদন অনিষ্পন্ন ছিল। প্রায় ১ লাখ আবেদন নিষ্পত্তির পর দেখা গেছে নতুন করে ৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। সেখান থেকেও পৌনে ২ লাখ নিষ্পত্তি করা হয়েছে। তবু নিষ্পত্তি শেষ হচ্ছে না।
ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের এক জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। এ ছাড়া গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি, তার মধ্যে নিষ্পন্ন হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।