বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ বলেছেন, ‘হাসিনা পালায় গেছে। কিন্তু গণতন্ত্র আমরা এখনো পাই নাই। আমরা ভোটাধিকার এখনো পাই নাই।’ গতকাল বিকালে ফরিদপুরের নগরকান্দা মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদের পিতা বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।
শামা ওবায়েদ আরও বলেন, ‘বন্ধুগণ, একটা কথা বলতে চাই, যে ১৭ বছর আপনারা সংগ্রাম করছেন একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, আপনারা, আমরা কি এখনো সেই সুষ্ঠু নির্বাচন পাইছি?’