বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘মাগুরাতে ছোট বাচ্চা শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমাদের সবার বাড়িতে ছোট ছেলেমেয়ে, নাতি-নাতনি রয়েছে। আজ আমি একজন নারী হিসেবে লজ্জিত। আমাদের বাংলাদেশে এখনো নারী ও শিশুরা নিরাপদ নয়। এখনো তারা ধর্ষিত হচ্ছে। এখনো তারা নির্যাতিত হচ্ছে। তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘হাসিনার আমলে এই ১৫ বছরে ক্ষমতা ব্যবহার করে ছাত্রলীগ, যুবলীগ এসব লীগরা অনেক অন্যায়-অত্যাচার করেছে। ধর্ষণ করেছে। মা-বোনদের অত্যাচার করেছে। আমরা জানি। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে প্রশ্ন করে বলেন, ‘আজকে ফ্যাসিবাদ চলে যাওয়ার পরেও কেন সারা বাংলাদেশে আমাদের নারীরা নিরাপদ নয়? আজকে আইনের শাসন কোথায়?’ তিনি অন্যায়কারীদের শাস্তি দাবি করে বলেন, ‘আজকে যারা আইন ভাঙছে, যারা অন্যায় করছে, অত্যাচার করছে, যারা ধর্ষণের মতো গর্হিত অপরাধ করছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে।