চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় রাজশাহীর বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে বিজ্ঞ কৌঁসুলির মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক সাইফুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আজিজুল আলম। তিনি জানান, নিলুফা ইয়াসমিন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২১ সালে নিলুফা ইয়াসমিনকে চাকরি দেওয়ার নাম করে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে ২০ লাখ টাকা নেন ওই নারী ভাইস চেয়ারম্যান। পরে চাকরি দিতে না পারায় টাকা ফেরত চান নিলুফা ইসাসমিন কিন্তু টাকা ফেরত দেননি। নিলুফা ইয়াসমিন জানান, টাকা নেওয়ার সময় ‘স্ট্র্যাম্পে’ লিখিত ছাড়াও আমাকে একটি চেক প্রদান করেছেন।
ওই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে চেক প্রতারণার আরও দুটি মামলা আছে বলে আইনজীবীর পক্ষ থেকে জানা গেছে। এর একটি ২৫ লাখ, আরেকটি ১৫ লাখ টাকার।