চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন রাফি (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সকালে হাটহাজারী পৌর এলাকায় আল আকসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ছাদে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই রেস্টুরেন্টের কর্মচারী ছিল। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে। হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন জানান, ওই ভবনের ছাদে রাফি কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।