রাজশাহী মহানগরীতে লাইসেন্সবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় নগরভবন গ্রিন প্লাজাসংলগ্ন মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০টি লাইসেন্স নবায়নবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা আটক করা হয়। নবায়ন সম্পন্ন করে আটক রিকশা ও অটোরিকশাগুলো ছেড়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে। রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নূর-ঈ সাইদ জানান, মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিকশার মালিক ও চালকদের ২০২৪-২৫ অর্থবছরের অটোরিকশা ও চার্জার রিকশা লাইসেন্স নবায়ন করতে হবে। এ ছাড়া যান চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ (লাইসেন্সবিহীন) অটোরিকশা ও চার্জার রিকশাগুলো চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্সবিহীন অটো/চার্জার রিকশা চলাচল করলে, সেসব গাড়ি আটক করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।